সংসদের সেন্ট্রাল হলে প্রশাসক নরেন্দ্র মোদীর যাত্রা শুরু

সংসদের সেন্ট্রাল হলে প্রশাসক নরেন্দ্র মোদীর যাত্রা শুরু

সংসদের সেন্ট্রাল হলে প্রশাসক নরেন্দ্র মোদীর যাত্রা শুরুশপথ ছাব্বিশে মে। তার আগেই সংসদের সেন্ট্রাল হল থেকে যাত্রা শুরু হল প্রশাসক নরেন্দ্র মোদীর। ছকে ফেললেন সরকারের ভবিষ্যত রূপরেখা। দেশবাসীকে প্রতিশ্রুতি দিলেন দু হাজার উনিশে রিপোর্ট কার্ড পেশ করবেন তিনি।

গুজরাত হিংসার পর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তাঁর সরকারকে। প্রধানমন্ত্রী অটলবিহারি বাজপেয়ী তাঁকে স্মরণ করিয়ে দিয়েছিলেন রাজধর্ম পালনের কথা। সেসব এখন অতীত। দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য শুধুই উন্নয়ন। তাঁর সরকারের লক্ষ্য দেশের গরিব, যুবশ্রেণি আর মহিলারা। সেন্ট্রাল হলের প্রথম দিনের ভাষণেই সরকারের লক্ষ্যের কথা পরিষ্কার করে দিলেন প্রশাসক মোদী।

ভাষণে বোঝালেন গণতন্ত্রের প্রতি তাঁর আস্থার কথা।

সেপ্টেম্বরে প্রচার কমিটির প্রধান নির্বাচিত হয়েছিলেন। তারপরের আটটা মাস চষে বেড়িয়েছেন গোটা দেশ। ষোলো তারিখের পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। রিপোর্ট কার্ডে বিজেপির স্কোর দুশো বিরাশি। ভাবী প্রধানমন্ত্রী জানালেন, দু হাজার উনিশেও দেশবাসীর সামনে ফের রিপোর্ট কার্ড জমা দেবেন। এবার কাজের খতিয়ানের রিপোর্ট কার্ড।

প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে আরও পাঁচদিন বাকি। তবে, প্রশাসকের ইনিংসটা সংসদের সেন্ট্রাল হল থেকেই শুরু করে দিলেন নরেন্দ্রভাই দামোদরদাস মোদী।

First Published: Tuesday, May 20, 2014, 22:00


comments powered by Disqus