Last Updated: June 10, 2012 23:24

সিবিএসই-র ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। সেক্ষেত্রে ১৯ জুন আবেদনের শেষ দিন হিসেবে স্থির করার কথা ভাবছে উচ্চশিক্ষা দফতর।
সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশিত হলেও এখনও ছাত্রছাত্রীরা মার্কশিট হাতে পায়নি। সেক্ষেত্রে মার্কশিট হাতে না পাওয়ার জন্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারছেন না তারা।
এদিকে রাজ্যের বেশিরভাগ কলেজ, বিশ্ববিদ্যালয়ে ১৫ তারিখের মধ্যে ভর্তির আবেদনের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রীর কাছে এবিষয়ে অভিযোগ জমা পড়েছে। সব দিক খতিয়ে দেখে শিক্ষামন্ত্রীর নির্দেশে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর।
First Published: Sunday, June 10, 2012, 23:27