Last Updated: April 17, 2014 21:24
রাজ্যের নির্বাচনী সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নীরব থেকে গেলেন লালকৃষ্ণ আডবাণী। তার দীর্ঘ বক্তব্যে তৃণমূলের নাম পর্যন্ত উচ্চারণ করলেন না তিনি। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বিজেপির এই বর্ষীয়ান নেতা ভবিষ্যতে সুসম্পর্কের দরজা খুলে রাখতেই এই পদক্ষেপ কীনা তা নিয়ে আবারও শুরু হয়ে গেল জল্পনা।
ব্রিগেডের সভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী শুনিয়েছিলেন দুই লাড্ডুর গল্প। যদিওএরপর শিলিগুড়ির জনসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছুটা আক্রমণাত্মক হতে দেখা গেছে তাঁকে। কিন্তু রাজ্যে প্রথম জনসভায় এসে বিজেপির শীর্ষ নেতা লালকৃষ্ণ আডবাণী একেবারেই নীরব থাকলেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। হুগলিতে দুই বিজেপির প্রার্থীর সমর্থনে দীর্ঘ বক্তব্য রাখেন বিজেপির লৌহপুরুষ। গোটা দেশ জুড়ে বিজেপির এই ঝড়ের জন্য মোদীকে কৃতিত্ব নয়, বরং উল্টে দায়ী করেন কংগ্রেসকে। তবে একেবারে নীরব থেকে গেলেন তৃণমূলের সরকার ও তার একসময়ের অত্যন্ত ঘনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে।
First Published: Thursday, April 17, 2014, 21:24