Advani to file nomination from Gandhinagar today, Narendra Modi to accompany him

গান্ধীনগর থেকে আজ মনোনয়ন জমা দেবেন আডবাণী, সঙ্গে থাকবেন মোদী

শনিবার লোকসভা নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা এল কে আডবাণী। গুজরাতের গান্ধীনগর থেকে ভোটে লড়ছেন বিজেপি লৌহ পুরুষ। আজ দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী ও আডবাণী কন্যা প্রতিভা মনোনয়ন জমা দেওয়ার সময় পাশে থাকবেন।

কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন আডবাণী, তা নিয়ে দলের অন্দরে বিতন্ডা বেধে যায় গত মাসে। ভোপাল থেকে ভোটে দাঁড়াতে চেয়ে বিবাদের সূত্রপাত ঘটান আদবানী। আরএসএস ও দলের শীর্ষ নেতাদের মধ্যস্থতায় নেতা রাজি হন মোদীর গান্ধীনগর থেকে ভোটে দাঁড়াতে।

আরএসএস ঘনিষ্ঠ মহলের মত সংঘ কখনই চায়নি, মোদীর গুজরাত থেকে দাঁড়াতে রাজি নন আডবাণী, এমন বার্তা যায় রাজনৈতিক মহলে।

First Published: Saturday, April 5, 2014, 12:12


comments powered by Disqus