Last Updated: October 4, 2013 15:08

রাহুল গান্ধী নয়। দাগী অপরাধীদের বাঁচাতে কেন্দ্রীয় অর্ডিন্যান্স বাতিলের কৃতিত্ব রাষ্ট্রপতিকেই দিলেন লালকৃষ্ণ আডবাণী। আর রাহুল গান্ধীর মন্তব্যের জন্য দায়ী করলেন সোনিয়া গান্ধীকে। নিজের ব্লগে আডবাণী লিখেছেন, আরও একবার সরকারকে বাঁচালেন প্রণব মুখোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির আপত্তির পরেই অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতি। তারপরেই সম্ভবত ড্যামেজ কন্ট্রোল করতে সোনিয়া গান্ধী তাঁর ছেলেকে মুখ খোলার নির্দেশ দেন। যদিও কী বলতে হবে, তা শিখিয়ে দেননি। আডবাণী লিখেছেন, অর্ডিন্যান্সকে কেন বাতিল করা উচিত তা নিয়ে রাহুল গান্ধী কোনও যুক্তি পেশ করেননি। তিনি শুধু বলেন, অর্ডিন্যান্স ননসেন্স এবং তাকে ছিঁড়ে ফেলা উচিত।
First Published: Friday, October 4, 2013, 15:08