Last Updated: July 12, 2013 10:11

বহু বিতর্কিত তামিলনাড়ুর কুড়নাকুলামের পারমাণবিক শক্তি কেন্দ্র অবশেষে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের (এইআরবি) সম্মতি লাভ করল। এর ফলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল কুড়নাকুলাম।
সূত্রে খবর, আভ্যন্তরীণ কিছু নিয়ম কানুন পালন করার হয়ে গেলেই আনুমানিক দেড়মাসের মধ্যে সচল হবে এই পারমাণবিক শক্তি কেন্দ্র।
স্থানীয় মানুষ ও পরিবেশবিদদের বিক্ষোভের জেরে এই ইন্দো-রাসিয়ান প্রকল্পটি বহু দিন ধরেই স্থগিত হয়ে আছে।
এটি চালু হলে ভারতে প্রথম নিউক্লিয়ার রিয়াক্টরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে।
First Published: Friday, July 12, 2013, 10:11