Last Updated: June 3, 2013 20:29

নিশানায় ছিল মার্কিন সামরিক বাহিনী। আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ গেল ১০টি শিশুর। আফগানিস্থানের গান জেলমিয়ার এক পুলিস আধিকারিক জানিয়েছেন, সন্ত্রাসবাদীরা মোটর সাইকেলে আসেন। ব্যস্ত বাজার কেঁপে ওঠে তীব্র বিস্ফোরণে। ঘটনায় মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যেই ছিলেন ১০ জন স্কুল পড়ুয়া।
স্কুলের টিফিন চলায় বেশ কিছু পড়ুয়া বাইরে ছিলেন। সেই সময় সেখান দিয়ে যাচ্ছিল মার্কিন সেনার একটি বাহিনী। হামলার নিশানায় ছিলেন তাঁরাই। কিন্তু ঘটনায় আফগান পুলিসের কয়েকজন জওয়ান সহ শিশুরা প্রাণ হারান।
First Published: Monday, June 3, 2013, 20:29