ভারতীয় ফুটবলের হতাশার দিন, সাফ গেমসের ফাইনালে আফগানিস্তানের কাছে হারলেন সুনীল ছেত্রীরা

ভারতীয় ফুটবলের হতাশার দিন, সাফ গেমসের ফাইনালে আফগানিস্তানের কাছে হারলেন সুনীল ছেত্রীরা

ভারতীয় ফুটবলের হতাশার দিন, সাফ গেমসের ফাইনালে আফগানিস্তানের কাছে হারলেন সুনীল ছেত্রীরা ভারতীয় ফুটবলে হতাশার দিন। বুধবার সাফ কাপ ফাইনালে আফগানিস্তানের কাছে ০-২ গোলে হেরে গেল ভারত। জাতীয় কোচ কোভারম্যান্সের স্থায়ীত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে।

বর্তমান ফিফা র‍্যাংকিং অনু্যায়ী আফগানিস্তান ভারতের থেকে ৬ ধাপ এগিয়ে। ফাইনালেও সেই পার্থক্যটাই চোখে পড়ল। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের কাছে ফাইনালে বেড়িয়ে এল ভারতীয় ফুটবলের জরাজীর্ণ দশা। অর্ণব মণ্ডল, মেহতাব প্রত্যেকেই বিফল।

সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ মালদ্বীপকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিলেন সুনীলরা। কিন্তু খেলার মাঠে তার ছিটেফোটা প্রতিফলন দেখা গেল না।

First Published: Wednesday, September 11, 2013, 22:17


comments powered by Disqus