Last Updated: November 3, 2011 23:35

ফের আফগানিস্তানে তালিবানের নিশানায় আন্তর্জাতিক সংস্থা। বৃহস্পতিবার হেরাটে ন্যাটোর সহযোগী একটি সংস্থার দফতরে হামলা চালায় পাঁচ আত্মঘাতী জঙ্গির একটি দল। হামলায় ওই সংস্থার দুই নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। এক বিদেশি নাগরিকসহ পাঁচজন আহত হয়েছেন। জঙ্গিরা ওই সংস্থার দফতরে ঢুকে গুলি চালাতে শুরু করে। কয়েকটি বিস্ফোরণের খবরও মিলেছে। আত্মঘাতী জঙ্গিদের সকলেরই মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে সামান্য দূরে ন্যাটোর স্থানীয় কার্যালয় এবং হেরাটের বিমানবন্দর। কিছুদিন আগেই হেরাটের নিরাপত্তার দায়িত্ব আফগান সেনার হাতে তুলে দেওয়া হয়েছে। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই লাগাতার হামলা শুরু করেছে তালিবান। বৃহস্পতিবারের ঘটনার দায়ও স্বীকার করেছে তারা। পরপর হামলার জেরে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে।
First Published: Thursday, November 3, 2011, 23:36