আরও গুরুতর আফরিন

আরও গুরুতর আফরিন

আরও গুরুতর আফরিনআফরিনের শারীরিক অবস্থার আরও অবনতি হল। চিকিত্সকেরা জানিয়েছেন, সেমি কোমায় চলে গিয়েছে তিন মাসের শিশুকন্যাটি। মঙ্গলবার বিকেল থেকে শ্বাস-প্রশ্বাসের গতি অনেকটাই বেড়ে গিয়েছিল আফরিনের। বেশ কয়েকবার বমিও করেছে শিশুটি। শারীরিক অবস্থার এই গতিপ্রকৃতি যথেষ্টই উদ্বেগে রেখেছে চিকিত্সকদের। প্রয়োজনে নিমহান্সের চিকিত্সকদের পরমার্শ চাওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

বাবার অত্যাচারে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি রয়েছে তিনমাসের আফরিন। শুধুমাত্র মেয়ে হওয়ার অপরাধে জন্মের পর থেকেই তার ওপর শুরু হয় নৃশংস নির্যাতন। বাবার সিগারেটের ছ্যাকায় দগ্ধ আফরিনের শরীর। মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। দিনের পর দিন অত্যাচারের জেরে শরীর নীল হয়ে গিয়েছে আফরিনের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই চালাচ্ছে শিশুটি।

First Published: Wednesday, April 11, 2012, 11:35


comments powered by Disqus