Last Updated: May 19, 2013 11:20

তিন দিনের সফরে আজ ভারতে আসছেন চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং। আজ তাঁর সঙ্গে নৈশভোজে মিলিত হবেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সীমান্ত সমস্যার পাশাপাশি সম্রতিক চিনা অনুপ্রবেশের বিষয়টিও এই নৈশভোজের সময় আলোচনা উঠে আসবে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর লি কোকিয়াংয়ের প্রথম বিদেশ সফর ভারতেই। বিদেশমন্ত্রক সূত্রে খবর বাণিজ্য ঘাটতি কমাতে একাধিক চুক্তি, সাংস্কৃতিক বিনিময়, আফগানিস্তান নিয়ে যৌথ দৃষ্টিভঙ্গির মতো বিষয়গুলিও দ্বিপাক্ষিক আলোচনায় উঠে আসবে। তবে সীমান্ত জটিলতাই যে আলোচনার মুখ্য বিষয় হতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রক। সূত্রের খবর সেনা অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে তাই নিয়ে চিনের প্রতিশ্রুতি আদায় করাই এই মুহূর্তে ভারতের লক্ষ্য। ভারত থেকে পাকিস্তান হয়ে সুইত্জারল্যান্ড ও জার্মানি যাবেন চিনা প্রধানমন্ত্রী।
First Published: Sunday, May 19, 2013, 17:34