ডেঙ্গির পর এবার ম্যালেরিয়ার থাবা কলকাতায়

ডেঙ্গির পর এবার ম্যালেরিয়ার থাবা কলকাতায়

Tag:  dengue malaria kolkata
ডেঙ্গির পর এবার ম্যালেরিয়ার থাবা কলকাতায়ডেঙ্গির পর এবার ম্যালেরিয়ার থাবা কলকাতায়। রবিবার ফ্যালসিফেরাম ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সত্তর বছরের এক ব্যক্তির। মৃতের নাম জাকির হুসেন। বেশ কিছুদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওয়াটগঞ্জের কবিতীর্থ সরণি এলাকার বাসিন্দা জাকির হোসেন। অবস্থা সংকটজনক হওয়ায় স্থানীয় চিকিত্‍সকের পরামর্শে গতকাল তাঁকে ভর্তি করা হয় কলকাতা পোর্ট ট্রাস্ট হাসপাতালে। সেখানেই আজ সকালে মারা যান তিনি। এই এলাকা কলকাতা পুরসভার ছিয়াত্তর নম্বর ওয়ার্ডের অন্তর্গত। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুরসভার তরফে এলাকাতে মশা দমন অভিযান কার্যত হয়না ।

First Published: Sunday, November 25, 2012, 19:53


comments powered by Disqus