ফের হামলা হল ২৪ ঘণ্টার ওপর, মারধরে করে আটক সাংবাদিককে

ফের হামলা হল ২৪ ঘণ্টার ওপর, মারধরে করে আটক সাংবাদিককে

ফের হামলা হল ২৪ ঘণ্টার ওপর, মারধরে করে আটক সাংবাদিককেফের হামলা হল চব্বিশ ঘণ্টার ওপর। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হলেন চব্বিশ ঘন্টার প্রতিনিধি। দক্ষিণ বারাসতের ধ্রুবচাঁদ হালদার কলেজে আজ ফর্ম তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে টিএমসিপি ও এবিভিপি সমর্থকরা।

সংঘর্ষের ছবি তুলতে গিয়ে তৃণমূল সমর্থকদের হাতে আক্রান্ত হন চব্বিশ ঘণ্টার প্রতিনিধি আশিস গায়েন। আশিস গায়েনকে মারধর করে আটকে রাখা হয়। কেড়ে নেওয়া হয় ক্যামেরা। পরে পুলিস গিয়ে উদ্ধার করে আশিস গায়েনকে।

(বিস্তারিত খবর কিছু পরে)

First Published: Wednesday, June 11, 2014, 15:37


comments powered by Disqus