ফের বাঁধ ভাঙল কংসাবতীর, প্লাবিত পাঁশকুড়ার বেশ কয়েকটি গ্রাম

ফের বাঁধ ভাঙল কংসাবতীর, প্লাবিত পাঁশকুড়ার বেশ কয়েকটি গ্রাম

ফের বাঁধ ভাঙল কংসাবতীর, প্লাবিত পাঁশকুড়ার বেশ কয়েকটি গ্রামফের কংসাবতীর বাঁধ ভেঙে প্লাবিত হল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের বেশ কয়েকটি গ্রাম। দু মাসের মধ্যে এই নিয়ে তিন বার ভাঙল গড়পুরুষোত্তমপুরের কংসাবতীর বাঁধ। কিছুদিন আগেই পাইলিনের দাপটে বৃষ্টির জেরে ওই বাঁধ ভেঙেছিল। বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে৷ তার জেরেই বাঁধ ভেঙেছে বলে অনুমান৷

গত ২ মাসে এই নিয়ে ৩ বার ভাঙল কংসাবতীর বাঁধ৷ ২০০ মিটার বাঁধের মাঝখানের অংশটি ভেঙে যাওয়া হু হু করে ঢুকছে কংসাবতীর জল৷ ফের এই বাঁধ মেরামতিতে সেনাবাহিনীকে তলব করা হল। কংসাবতীর এই বাঁধ মেরামতি সেনাবাহিনী আসতে চলেছে।

তখন সেনাবাহিনী যুদ্ধকালীন তত্‍‍পরতায় বাঁধ মেরামতি করেছিল। ফের বাঁধ ভাঙায় ক্ষুব্ধ বানভাসিরা। একটানা বৃষ্টির জেরে জলমগ্ন কাঁথির বেশ কিছু এলাকা। ভেঙে পড়েছে বেশ কয়েকটি কাঁচাবাড়ি।

First Published: Sunday, October 27, 2013, 13:14


comments powered by Disqus