Last Updated: July 27, 2012 16:31

অলিম্পিকে ব্রিটেনের হয়ে সোনা জিতলেই সেই ক্রীড়াবিদের শহরের ডাক বাক্সগুলোতে লাগবে সোনালী রঙ। নিজেদের দেশে অলিম্পিক উপলক্ষ্যে এই অভিনব উদ্যোগ নিয়েছে ব্রিটিশ ডাক সংস্থা রয়েল মেল। সোনাজয়ী খেলোয়ারদের বাড়তি পাওনা, সঙ্গে সঙ্গেই তাদের ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশের সুযোগ।
অলিম্পিকের লন্ডনে ফিরে এল পেনি পোস্টের যুগ। ইংল্যন্ডের সোনাজয়ের সাফল্যে এবারে সোনালী রংয়ে রাঙিয়ে উঠবে ব্রিটিশ রয়েল মেলের পোস্টবক্স। অলিম্পিক উপলক্ষ্যে পৃথিবীর অন্যতম প্রাচীন ডাক বিভাগ রয়েল মেলের উদ্যোগ, দেশের কোনও ক্রীড়াবিদ পদক জিতলেই তাঁর শহরে ডাকবাক্স গুলোতে সোনালী রঙ করে দেওয়া হবে। এখানেই শেষ নয়, সোনাজয়ী ব্রিটিশ ক্রীড়াবিদদের ছবি দিয়ে ততক্ষণাত্ প্রকাশ করা হবে স্মারক ডাক টিকিট।সোনা জিততে পারলেই দেশের ডাকটিকিটে অমর হয়ে থাকার সুযোগ। রয়েল মেলের এই উদ্যোগই উত্সাহ বাড়িয়ে দিয়েছে ব্রিটিশ ক্রীড়াবিদদের।
First Published: Friday, July 27, 2012, 16:31