ফের মাধ্যমিকের প্রশ্নপত্রে বিভ্রান্তি

ফের মাধ্যমিকের প্রশ্নপত্রে বিভ্রান্তি

ফের মাধ্যমিকের প্রশ্নপত্রে বিভ্রান্তিবুধবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের প্রশ্নপত্রে দু`টি প্রশ্ন ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। প্রথম প্রশ্নটি ছিল ১৭ নম্বর পাতায়। সেখানে ষোড়শ মহাজনপদের অন্তর্গত একটি গণ-রাজ্যের নাম জানতে চাওয়া হয়। অথচ ষোড়শ মহাজনপদে গণ-রাজ্যের অস্তিত্ব ছিল কিনা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

কারণ একই প্রশ্ন যখন ইংরেজিতে লেখা হয়েছে, সেখানে গণ-রাজ্যকে রিপাবলিক্যান স্টেট হিসেবে বলা হয়েছে। ফলে এই ঘটনাটি শুধু অনুবাদের ভুল, না কী অন্য কিছু, তা নিয়ে ধন্দে পরীক্ষার্থিরা। এছাড়াও আরও একটি প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, ১৮৫৭ সালে ব্যারাকপুর বিদ্রোহের নেতা কে ছিলেন। ইতিহাসের পাঠ্যপুস্তকগুলিতে কোথাও ১৮৫৭ সালের মহাবিদ্রোহকে ব্যারাক বিদ্রোহ বলা হয়নি। যার ফলে এই প্রশ্নেও ছাত্রছাত্রীদের কিছুটা বিভ্রান্ত করেছে।

মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বিভ্রান্তির শিকার হতে হয়েছিল পরীক্ষীর্থীদের। সেই বিভ্রাটের সব দোষই শিক্ষকদের ঘাড়ে চাপিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ।

First Published: Wednesday, February 29, 2012, 15:59


comments powered by Disqus