Last Updated: January 14, 2014 22:23

রাজ্যে ফের ধর্ষণ। এবার ধর্ষকদের বিকৃত যৌনতার শিকার এক মূক বধির তরুণী। এবারও ঘটনাস্থল উত্তর চব্বিশ পরগনা। এবং আবার বসিরহাটে। বসিরহাটের পিফার গ্রামপঞ্চায়েত এলাকায় এক মূক ও বধির প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ দায়ের হল বসিরহাট থানায়। কোনওক্রমে থানায় এসে অভিযোগ দায়ের করলেন ওই প্রতিবন্ধী তরুণী। অভিযুক্ত তাঁর উপর এতটাই অত্যাচার চালিয়েছে হাঁটাচলার ক্ষমতাও হারিয়েছেন তিনি। হামাগুরি দিয়ে কোনওরকমে থানায় আসেন নির্যাতীতা তরুণী।
গত শনিবার দুপুরে বাড়িতে একা ছিলেন ওই তরুণী। অভিযোগ সেই সময় পাশের গ্রামের এক যুবক বাড়িতে চড়াও হয়ে তাঁকে ধর্ষণ করে। আগামীকাল ওই তরুণী মেডিক্যাল পরীক্ষা করানো হবে। অভিযুক্ত যুবক মজিদ সর্দার পলাতক।
First Published: Tuesday, January 14, 2014, 22:23