খামখেয়ালি শীত

খামখেয়ালি শীত

খামখেয়ালি শীতদখিনা বাতাসকে হারিয়ে জয়ী হল শীত। উল্লেখযোগ্যভাবে নেমে গেছে কলকাতার তাপমাত্রা। আগামী চব্বিশ ঘণ্টায় তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

দাপুটে উত্তুরে হাওয়াকে সঙ্গী করে শীত গোটা দেশেই রীতিমতো জাঁকিয়ে বসেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় প্রবল তুষারপাত হয়েছে। সেখান থেকে কনকনে ঠাণ্ডা  বাতাস পৌঁছে গেছে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে। ফলে এই অঞ্চলের রাজ্যগুলিতে বেড়েছে শীতের মেয়াদও। খামখেয়ালি শীত

পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আপাতত থেমে গেছে দখিনা বাতাসের গতি। গত ৮ ও ৯ তারিখ দখিনা বাতাস বইতে শুরু করে শহরে। বেড়ে যায় তাপমাত্রা। যদিও, শুক্রবার থেকেই পাল্টে যায় আবহাওয়া। পরিসংখ্যান বলছে, গত ১০ বছরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ১৫ ডিগ্রির নীচে নামেনি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু, শনিবার সকাল থেকে প্রবল উত্তুরে বাতাসের জেরে এক ধাক্কায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। উল্লেখযোগ্যভাবে কমেছে দিনের তাপমাত্রাও। এদিন, আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

২৪ ঘণ্টা পর থেকে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও শীত এখনই বিদায় নিচ্ছে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 




First Published: Sunday, February 12, 2012, 12:17


comments powered by Disqus