আবার নামতে চলেছে তামাত্রার পারদ

আবার নামতে চলেছে তামাত্রার পারদ

আবার নামতে চলেছে তামাত্রার পারদ ঝকঝকে আকাশ আর উত্তুরে হাওয়ার যুগলবন্দিতে ফের শহর কলকাতার দখল নিল শীত। প্রাণ ফিরে পেল সোয়েটার, মাফলার, চাদর-সহ যাবতীয় শীতবস্ত্র। কনকনে ঠাণ্ডা উত্তুরে বাতাস ঢুকছে রাজ্যে। এর ফলে নামছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী চব্বিশ ঘণ্টায় তামাত্রা আরও নামবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

First Published: Tuesday, January 31, 2012, 11:55


comments powered by Disqus