Last Updated: November 11, 2011 00:01

চাপের মুখে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন ন্যাশনাল মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা।শনিবার সন্ধেয় হাসপাতাল সুপার এবং নির্মল মাজির সঙ্গে বৈঠকের পরে প্রথমে কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারদের একাংশ। অনড় ডাক্তারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন হাসপাতাল সুপার। তারপরই কর্মবিরতি প্রত্যাহার করে নিয়ে কাজে যোগ দিয়েছেন সমস্ত চিকিত্সকই। শনিবার রাত থেকে আচমকাই কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। এরফলে চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় রোগীদের। জুনিয়র ডাক্তারদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেই কর্মবিরতি প্রত্যাহার করবেন তাঁরা। কিন্তু শেষপর্যন্ত স্বাস্থ্য দফতরের চাপে কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়র ডাক্তাররা।
First Published: Sunday, November 13, 2011, 09:19