Last Updated: March 13, 2012 14:23

এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকদের মধ্য সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়াল সুরেন্দ্রনাথ মহিলা কলেজে। এসএফআইয়ের অভিযোগ, কলেজের ক্যান্টিনে বসে কথা বলছিলেন তাঁদের সমর্থকরা। সেখানে টিএমসিপি সমর্থকরা হাজির হলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় দুপক্ষের মধ্যে।
এরপরই ক্যান্টিনে এসএফআই সমর্থকদের বন্ধ করে রেখে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা বেড়িয়ে যায় বলে অভিযোগ। পুলিস গিয়ে আটকে থাকা ছাত্রীদের উদ্ধার করে। অভিযোগ, পুলিস চলে গেলে এসএফআই সমর্থকদের ওপর ফের চড়াও হয় টিএমসিপি সমর্থকরা। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আনলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এসএফআইয়ের। অন্যদিকে অভিযোগ অস্বীকার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। তাঁদের পাল্টা অভিযোগ, কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আগে উত্তেজনা ছড়াতে চাইছে এসএফআই।
First Published: Tuesday, March 13, 2012, 14:37