Last Updated: October 24, 2011 21:40

ফের তোপ দাগলেন স্বামী অগ্নিবেশ! রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে টিম আন্নার এই প্রাক্তন সদস্য আন্না-ঘনিষ্ঠ অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ এনেছিলেন। স্বামী অগ্নিবেশের অভিযোগ ছিল, রামলীলা ময়দানে আন্নার অনশনপর্বের সময় `ইন্ডিয়া এগেনস্ট করাপশন`-এর জন্য জমা পড়া অর্থসাহায্যের মধ্যে ৮০ লাখ টাকা নিজের ব্যক্তিগত স্বেচ্ছাসেবী সংগঠন `পাবলিক কজ রিসার্চ ফাউন্ডেশন`-এর অ্যাকাউন্টে জমা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। শুধু তাই নয়, এখনও পর্যন্ত সেই টাকার হিসেব মেলেনি অভিযোগ এনে অগ্নিবেশ বলেন, কেজরিওয়ালের আর্থিক কার্যকলাপে স্বচ্ছতার অভাব রয়েছে। এদিন মিডিয়ার মুখোমুখি হয়ে প্রবীণ সমাজকর্মীর অভিযোগ, ঘনিষ্ঠ অনুগামীদের আর্থিক অনিয়ম বিড়ম্বনায় ফেলেছে আন্না হাজারেকে। অগ্নিবেশের দাবি, গত ১০-১১ সেপ্টেম্বর রালেগাঁও সিদ্ধিতে কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে দুর্নীতিবিরোধী আন্দোলনে জন্য সংগ্রীহিত অর্থের অডিট না হওয়ার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন আন্না স্বয়ং। কোর কমিটির অনুমোদন ছাড়াই কেজরিওয়ালের ৮০ লক্ষ টাকা নিজের সংগঠনের অ্যাকাউন্টে জমা দেওয়ার ঘটনা নিয়েও আলোচনা হয়েছিল এই বৈঠকে।
First Published: Monday, October 24, 2011, 21:40