Last Updated: February 7, 2014 20:42

গিল্ডের ফতোয়ায় বই মেলায় প্রকাশ করা যায়নি নারী নির্যাতন প্রসঙ্গে লেখা যশোধরা বাগচির বই। তবে প্রতিবাদ অব্যাহত বইমেলায়। নারী নির্যাতন ইস্যুতে বইয়ের ডালি নিয়ে হাজির লিটল ম্যাগাজিন অহল্যা।
নারী নির্যাতন, সমাজে নারীদের অবস্থানসহ মহিলাদের নানা সমস্যা নিয়ে বছরভর কাজ করে লিটল ম্যাগাজিন অহল্যা। নারী নির্যাতনের মতো জ্বলন্ত সমস্যা নিয়ে বই মেলায় আলোচনা বন্ধে ফতোয়া দিয়েছে গিল্ড। তবে সেই ফতোয়ায় আদৌ চিন্তিত নন এই পত্রিকার সদস্যরা। পত্রিকার পাশাপাশি মেয়েদের সমস্যা নিয়ে নানা ধরনের বইও প্রকাশ করে অহল্যা।
অহল্যার লক্ষ্য, সমাজের মূল স্রোতের সমান অংশীদার হোক মেয়েরা। আর এই লক্ষ্যেই বছরভর নানাধরনের কর্মসূচি নেওয়া হয় পত্রিকার তরফে।
First Published: Friday, February 7, 2014, 20:42