২ ফেব্রুয়ারি বিয়ে হেমার ছোট মেয়ের

২ ফেব্রুয়ারি বিয়ে হেমার ছোট মেয়ের

২ ফেব্রুয়ারি বিয়ে হেমার ছোট মেয়ের আগের বছরই বড় মেয়ের বিয়ে দিয়েছেন ড্রিমগার্ল। আগামী বছর ছোট মেয়েকেও পাত্রস্থ করতে চলেছেন তিনি। সামনের বছরের ২ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়ছেন হেমার ছোট মেয়ে অহনা দেওল।

গত বছর জুন মাসে দিদির বিয়ের সময় এন্টারপ্রেনার বৈভবের সঙ্গে আলাপ অহনার। মন দেওয়া নেওয়ার পালা হয়ে গিয়েছিল তখনই। এরপর ২২ অক্টোবর হয়ে গিয়েছে বাকদান পর্ব। এষার মতোই পঞ্জাবি আর দক্ষিণ ভারতীয় রীতি মেনে হবে অহনার বিয়ে।

মা ও দিদির মতোই অহনাও নৃত্যশিল্পী। বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠান করেছেন অহনা।


First Published: Monday, November 4, 2013, 17:35


comments powered by Disqus