ক্রোড়পতির অমিতাভের নামে আইনি নোটিশ জারি আদালতের

ক্রোড়পতির অমিতাভের নামে আইনি নোটিশ জারি আদালতের

Tag:  KBC Big B
ক্রোড়পতির অমিতাভের নামে আইনি নোটিশ জারি আদালতের`কৌন বনেগা ক্রোড়পতি`-র সঞ্চালক হিসাবে আইনি বেকাদায় পড়লেন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন সহ কৌন বনগা ক্রোড়পতি অনুষ্ঠানের পরিচালক ও পাঁচ শীর্ষ কর্তার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করল আদালত।

`কৌন বনেগা ক্রোড়পতি`- অনুষ্ঠানের প্রচারের জন্য যে প্রোমো চালানো হচ্ছে তাতে আইনজীবীদের অপমান করা হয়েছে। এই অভিযোগে আমেদাবাদ কোর্টে অনুষ্ঠানের প্রযোজক সিদ্ধার্থ বসু ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট দাভিন্দার সিং রাখখাদ। আদালতে তিনি এই অনুষ্ঠানের সেই বিতর্কিত প্রোমোটিও জমা দেন। সব খুঁটিয়ে দেখার পর ম্যাজিসট্রেট অমিতাভ সহ কৌন বনেগা ক্রোড়পিতর সঙ্গে জড়িত সাত জনের নামে নোটিশ জারি করলেন এবং ২১ আগস্টের মধ্যে জবাব দিতে বললেন।

অমিতাভদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ নম্বর ধারা অনুযায়ী মানহানির ফৌজদারি মামলা করার আবেদনও করা হয়েছে।

First Published: Thursday, August 8, 2013, 14:21


comments powered by Disqus