Last Updated: August 20, 2012 13:55

সুদানে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল সে দেশের এক মন্ত্রী-সহ ৩২ জনের। মৃতদের অধিকাংশই সুদান সরকারের উচ্চপদস্থ আধিকারিক, সেনা অফিসার, পুলিস কর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধি। বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ধর্মীয় বিষয়ক মন্ত্রী গাজি আল সাদেকেরও। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা বলে জানা গেছে। সরকারি সূত্রে জানান হয়েছে, ইদ-উল-ফিতর-এর অনুষ্ঠানে যোগ দিতে নয়া রাষ্ট্র দক্ষিণ সুদান লাগোয়া ধর্মীয় শহর তলোদি যাচ্ছিল এই বিশেষ বিমানটি। কিন্তু অবতরণের আগেই প্রচণ্ড বৃষ্টির কারণেই বিমানটি একটি পাহাড়ে ধাক্কা মেরে ভেঙে পড়ে।
First Published: Monday, August 20, 2012, 13:55