ফের মিহিলা নিগ্রহের ঘটনায় নিরুত্তাপ পুলিস

ফের মহিলা নিগ্রহের ঘটনায় নিরুত্তাপ পুলিস

ফের মহিলা নিগ্রহের ঘটনায় নিরুত্তাপ পুলিসদীর্ঘদিন ধরে মানসিক অত্যাচার শিকার এক বিমানসেবিকা। শুক্রবার তা চরম পর্যায়ে পৌঁছয়। শারীরিক নিগ্রহের শিকার হওয়ায় পুলিসে অভিযোগ জানান তিনি।

তার পর ঘটে যায় আরও একটি চাঞ্চল্যকর ঘটনা। যাঁর বিরুদ্ধে অভিযোগ তাঁকে পুলিস তুলে নিয়ে যায়। যদিও পরে পুলিস জানিয়ে দেয় অভিযুক্তর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কালীঘাট থানার এই ঘটনা যথেষ্টই চাঞ্চল্য তৈরি করেছে। মহিলা নিগ্রহের ঘটনায় উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় আবারও অভিযোগের কাঠগড়ায় কালীঘাট থানা।





First Published: Wednesday, September 5, 2012, 17:54


comments powered by Disqus