Last Updated: March 28, 2012 20:25

ফের ধর্মঘটের হুমকি দিলেন এয়ার ইন্ডিয়ার কর্মীরা। বুধবার সংস্থার ৮টি কর্মী সংগঠনের প্রায় ২৮,০০০ কর্মী জানিয়েছেন, বকেয়া বেতন না মেটালে ২ এপ্রিল অর্থাত্ আগামী সোমবার থেকে ধর্মঘটে নামবেন তাঁরা।
এদিন এয়ার ইন্ডিয়ার কর্পক্ষের সঙ্গে একটি বৈঠক করে কর্মী সংগঠনগুলি। দীর্ঘ বৈঠকও কোনও রফা সূত্র না মেলায়, বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনগুলি। এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছে এয়ার ইন্ডিয়ার ৮টি কর্মী সংগঠন। অপরদিকে এয়ার ইন্ডিয়ার সমস্যার সমাধানে বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং।
ধর্মঘটের হুমকির বিষয়ে অজিত সিং বলেন, ``সমস্যার সমাধানে সরকার সাধ্য মতো চেষ্টা করছে, আশা করি ওঁরা এটা বুঝবে। বিষয়টিতে সরকার ইতিমধ্যেই হস্তক্ষেপ করেছে।`` এয়ার ইন্ডিয়ার কর্মীদের অভিযোগ, গত ৩ মাস ধরেই বকেয়া বেতন ও ভাতা পাচ্ছেন না তাঁরা।
First Published: Wednesday, March 28, 2012, 20:25