Last Updated: March 30, 2012 09:17

কেন্দ্রীয় শ্রম কমিশনের অনুরোধে একদিনের গণছুটিতে গিয়ে প্রতীকি ধর্মঘট পালনের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। তবে গণছুটিতে যাওয়ার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে গেলেও কলকাতা বিমানবন্দরে-সহ কয়েকটি এয়ারপোর্টে রিলে অনশন কর্মসূচী চালিয়ে যাবে এএআই অফিসার্স অ্যাসোসিয়েশন।
পদোন্নতির সুযোগ বৃদ্ধি, আর্থিক সুবিধাবৃদ্ধি, ৮ ঘণ্টার বেশি ডিউটি না করা-সহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার গণছুটিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল এএআই অফিসার্স অ্যাসোসিয়েশন। এর জেরে দেশজুড়ে বিমান পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়। সমস্যার সমাধানের জন্য কেন্দ্রীয় শ্রম কমিশনের দ্বারস্থ হয় এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। এর পর কমিশন ওই আধিকারিকদের গণছুটিতে যাওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে অনুরোধ করেন। কেন্দ্রীয় শ্রমমন্ত্রক সূত্রে খবর, আজ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, এএআই-এর অফিসার্স অ্যাসোসিয়েশন এবং শ্রম কমিশনের প্রতিনিধিদের নিয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পরই পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে অফিসার্স অ্যাসোসিয়েশন।

অন্যদিকে বকেয়া বেতনের দাবিতে ২ এপ্রিল অর্থাত্ আগামী সোমবার থেকে এয়ার ইন্ডিয়ার ৮টি কর্মী সংগঠনের প্রায় ২৮,০০০ কর্মী ধর্মঘটে নামতে চলেছেন। বুধবার এয়ার ইন্ডিয়ার কর্পক্ষের সঙ্গে একটি বৈঠক করে কর্মী সংগঠনগুলি। দীর্ঘ বৈঠকও কোনও রফা সূত্র না মেলায়, বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে সংগঠনগুলি। এই দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছে এয়ার ইন্ডিয়ার ৮টি কর্মী সংগঠন। এই পরিস্থিতিতে সমস্যার সমাধানের জন্য বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার অন্দোলনরত কর্মীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী অজিত সিং। কিন্তু কাঙ্খিত সমাধানসূত্রের সন্ধান মেলেনি বৈঠকে।
First Published: Friday, March 30, 2012, 09:17