Last Updated: December 30, 2013 17:08

যদি ভোটার তালিকা সত্যি হয় বলিউড তারকা একদা মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই আদতে ছত্তিসগড়ের পাথালগাঁও-এর ঘুঘরি গ্রামের বাসিন্দা।
পাথালগাঁও বিধানসভা এলাকার ঘুঘরি গ্রামের ভোটার লিস্টে নাম রয়েছে ঐশ্বর্যের। নামের পাশে ছবিটি নিশ্চিত করছে নামটি নিশ্চিতভাবেই অমিতাভ বচ্চনের বৌমাই, তাঁর কোনও সমনামীর নয়।
ভোটার তালিকা অনুযায়ী ঐশ্বর্যের বয়স ২৩, তিনি ওই গ্রামের ৩৭৬ নম্বর বাড়ির বাসিন্দা। তাঁর বাবা জনৈক দীনেশ রাই। পাথালগাঁও-এর কালেক্ট্র এই কথা জানিয়েছেন।
আশ্চর্যভাবে প্রকৃতপক্ষে ঐশ্বর্য রাই নামে কোনও বাসিন্দাই ঘুঘরি গ্রামে নেই। বঘিচার এসডিএম কেপি দেওয়াগান তদন্ত করে ১৫দিনের মধ্যে এই ধরনের ভুলের কারণ জানাতে নির্দেশ দিয়েছেন।
First Published: Monday, December 30, 2013, 17:08