`হ্যাঙ্গ আউট` সেশনে মোদী-অজয়

`হ্যাঙ্গ আউট` সেশনে মোদী-অজয়

`হ্যাঙ্গ আউট` সেশনে মোদী-অজয় ভারতে সিনেমা আর রাজনীতির যোগাযোগ অবিচ্ছেদ্য। অভিনেতা, অভিনেত্রীদের সঙ্গে রাজনীতিকদের সম্পর্ক যেরকম অম্ল-মধুর, তেমনই তাঁদের রাজনীতিতে যোগদানও বহুল প্রচলিত। অমিতাভ-অমর সিংয়ের বিতর্কিত বন্ধুত্বের খবরও কারও অজানা নয়। আর এবারে সেই ঐতিহ্যই বহন করছেন অজয় দেবগন। বন্ধু নরেন্দ্র মোদীর জন্য গুজরাট উড়ে যাচ্ছেন অজয়।

আগামী ৩১ অগাস্ট সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি `হ্যাঙ্গ আউট` সেশন করছেন নরেন্দ্রে মোদী। আর সেই অনুষ্ঠান সঞ্চালনা করতে সাজিদ খানের `হিম্মতওয়ালা`র শুটিং মাঝপথে ফেলেই নাকি গুজরাট যাচ্ছেন অজয়। গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বহুদিনের বন্ধুত্ব অজয়ের। এমনকী সেই বন্ধুত্বের খাতিরে চলতি বছরের শুরুতে গুজরাটের সৌর শক্তি প্রকল্পে বিনিয়োগও করেছিলেন অজয়।

যাই হোক এই নেতা-অভিনেতা হ্যাঙ্গ আউট সেশনের জন্য শুভেচ্ছা রইল আমাদের তরফেও।

First Published: Wednesday, August 29, 2012, 15:02


comments powered by Disqus