Ajit Singh gives RLD tickets to Amar Singh, Jaya Prada from UP

রাষ্ট্রীয় লোকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন অমর সিং, জয়া প্রদা

রাষ্ট্রীয় লোকদলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন অমর সিং, জয়া প্রদা সব জল্পনা উড়িয়ে এবার অজিত সিংয়ের রাষ্ট্রীয় লোকদলে যোগ দিলেন একদা সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক অমর সিং। আর এল ডিতে যোগ দিয়েছেন অমর ঘনিষ্ঠ জয়া প্রদাও। বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল যে লোকসভা ভোটের আগে অমর সিং, জয়াপ্রদা দুজনেই কংগ্রেসে যোগ দিতে পারেন। ২০১০ সালে অমর সিং এবং জয়াপ্রদা দুজনকেই সমাজবাদী পার্টি থেকে বহিষ্কার করা হয়।

সূত্রের খবর লোকসভা ভোটে রাষ্ট্রীয় লোকদলের প্রার্থী হিসাবে ফতেপুর সিক্রি থেকে দাঁড়াতে পারেন অমর সিং। জয়াকে বিজনর আসন থেকে দাঁড় করানোর কথা ভাবছে আরএলডি। দু`টি আসনই আর এল ডির জন্য ছেড়ে রেখেছিল কংগ্রেস।

কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সম্পর্কে অমর সিং বলেন, "আমি সোনিয়াজীকে সম্মান করি।" অজিত সিংয়ের মতো নেতাদের কথা মেনেই নির্বাচনে লড়বেন বলে জানিয়ছেন অমর সিং।

First Published: Monday, March 10, 2014, 17:40


comments powered by Disqus