`রাঔডি রাঠোর`-এর সেটে চোট পেলেন অক্ষয় akshay injured in rowdy rathore`s set

`রাঔডি রাঠোর`-এর সেটে চোট পেলেন অক্ষয়

`রাঔডি রাঠোর`-এর সেটে চোট পেলেন অক্ষয়বলিউডের খিলাড়ি হওয়া সত্বেও বহুবার শ্যুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অক্ষয় কুমার। ফের চোট পেলেন তিনি প্রভু দেবা পরিচালিত অ্যাকশন ছবি `রাঔডি রাঠোর`-এর একটি নির্মীয়মান সেটে। ছবিটির শেষের কয়েকটি অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন কাঁধে চোট পান আক্কি।

গত মাসে মুলুন্দে শ্যুটিং চলাকালীন চোট পান অক্ষয়। চোট পাওয়ার পরেও শ্যুটিং চালিয়ে যান। ছবিটির শেষের দৃশ্যগুলি পুরোপুরি অ্যাকশন নির্ভর হওয়ায় আক্কি সাময়িক বিরতি নেওয়াই উচিত মনে করেছেন তাঁর কাঁধের চোটের জন্য। শ্যুটিং পিছিয়ে ৩ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী করা হয়েছে।

First Published: Sunday, January 8, 2012, 15:30


comments powered by Disqus