Last Updated: July 6, 2014 19:14

-----------------------------------------------------------
গুরুতর অসুস্থ কিংবদন্তি ফুটবলার আলফ্রেডো দি স্টেফানো। হৃদরোগে আক্রান্ত হয়ে স্পেনের মারানন হাসপাতালে ভর্তি রয়েছেন অষ্টআশি বছর বয়সী এই ফুটবলার। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, কৃত্রিমভাবে কোমায় রাখা হয়েছে তাঁকে। অবস্থা গুরুতর হলেও,আপাতত স্থিতিশীল রয়েছেন রিয়ালের প্রাক্তন এই ফুটবলার।
পাঁচের দশকে রিয়ালকে পাঁচটা ইউরোপীয়ান কাপ চ্যাম্পিয়ন করেছিলেন দি স্টেফানো। স্পেনের চ্যাম্পিয়ন ক্লাবটির হয়ে ২৮১ ম্যাচে ২১৬টি গোল রয়েছে তাঁর। শনিবার হাসপাতালে গিয়ে দি স্টেফানোর সঙ্গে দেখা করে আসেন রিয়ালের সভাপতি পেরেজ। কোমা থেকে ফের সুস্থ জীবনে ফিরে আসার সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছিল। কিন্তু চিকিত্সায় ভালভাবে সাড়া দেওয়ায় দ্রুত সুস্থ হচ্ছেন কিংবদন্তি এই ফুটবলার।
স্টেফানোর দ্রুত আরোগ্য করেছেন পেলে, বেকেনবাওয়ার, জিদানরা।
First Published: Sunday, July 6, 2014, 19:14