Alipoor duar

আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার দাবিতে অনশন যুব কংগ্রেস কর্মীদের

আলিপুরদুয়ারকে পৃথক জেলা ঘোষণার দাবিতে আজ থেকে অনশন শুরু করলেন যুব কংগ্রেস কর্মীরা। চৌপট্টি এলাকায় রিলে অনশন চলবে টানা সাতদিন। চোদ্দই ফেব্রুয়ারি থেকে পৃথক জেলার দাবি আদায়ে মুখ সেলাই করে অনশন শুরু করেছেন স্কুল ভ্যানের চালক জয়ন্ত ভুঁইঞা।

তাঁকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার হাসপাতালে। আজ অনশন শুরুর আগে জয়ন্ত ভুঁইঞার সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন জানিয়ে আসেন যুব কংগ্রেসের জেলা নেতৃত্ব।

First Published: Tuesday, February 18, 2014, 18:56


comments powered by Disqus