Alipoorduar

আলিপুরদুয়ারে ভোটের আগে খুশির হাওয়া

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি দলীয় নেতৃত্ব। তবু বিজেপি শিবিরে খুশির হাওয়া। ওই কেন্দ্রে জয় নিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে। কারণ গতকাল দিল্লিতে রাজনাথ সিংয়ের সঙ্গে মোর্চা সুপ্রিমো বিমল গুরুয়ের বৈঠক। ওই বৈঠকের পর আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে সমর্থনের কথা জানানো হয় মোর্চার তরফে।

এরপরই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে বিজেপি শিবিরে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এবার বিজেপির দুই নতুন মুখ কমল কুজুর ও বীরেন্দ্র বারা। দুজনের মধ্যে যেকোন একজনের নাম চূড়ান্ত হবে প্রার্থী হিসেবে। মোর্চার সমর্থন পেলে প্রায় দেড় লক্ষ ভোট পেতে পারে বিজেপি। আর তাই জয় একরকম নিশ্চিত ভেবেই খুশির হাওয়া আলিপুদুয়ারের বিজেপি শিবিরে।

First Published: Tuesday, March 11, 2014, 17:23


comments powered by Disqus