সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে দেশজুড়ে সিনেমা ধর্মঘট

সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে দেশজুড়ে সিনেমা ধর্মঘট

সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে দেশজুড়ে সিনেমা ধর্মঘটসিনেমা হল আর সিনেমার শুটিং সবই বন্ধ ছিল এ শহরে। তবে বন্ধ ছিল না সিরিয়ালের শুটিং। সে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চলচ্চিত্র কর্মীদের অনেকে।

কেন্দ্রের আরোপ করা সার্ভিস ট্যাক্সের প্রতিবাদে দেশজুড়ে বৃহস্পতিবার সিনেমা শিল্পে ধর্মঘট।  ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া বা এফএফআই-এর ডাকে এই ধর্মঘটে সামিল হয়েছে এরাজ্যের ইস্টার্ন ইন্ডিয়া মোশনস পিকচারস অ্যাসোসিয়েশন বা ইম্পাও। ধর্মঘটের জেরে বৃহস্পতিবার বন্ধ ছিল এরাজ্যের ৬০০টি সিনেমা হল। বন্ধ সিনেমার কোনওরকম শুটিং বা সিনেমা ব্যবসা সংক্রান্ত কোনওরকম কাজ।

First Published: Thursday, February 23, 2012, 17:04


comments powered by Disqus