Last Updated: August 16, 2013 09:27

মোর্চার ডাকে পাহাড়ে আজ ফের সর্বদলীয় বৈঠক। সকাল এগারোটায় শুরু হবে বৈঠক। আজকের বৈঠকে যোগ দিচ্ছে না তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট। কংগ্রেসের যোগ দেওয়া নিয়েও থাকছে অনিশ্চয়তা। এই বৈঠক থেকেই চূড়ান্ত হবে আগামীদিনে পাহাড়ে আন্দোলনের কর্মসূচি।
এর আগে গত সোমবার প্রথম সর্বদল বৈঠকের পর টানা বনধ কর্মসূচি থেকে সরে এসেছিল মোর্চা। তিনদিনের জন্য বনধ থেকে ছাড় দেওয়া হয় পাহাড়বাসীকে। কিন্তু এরপর অনেকটাই বদলেছে পরিস্থিতি। কেন্দ্রের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, তাঁরা রাজ্যকে এড়িয়ে মোর্চার সঙ্গে আলোচনায় যাবে না।
পাহাড় পরিস্থিতি মোকাবিলায় আরও কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মোর্চা নেতাদের ধরপাকড় এখনও অব্যাহত। তার ওপর রয়েছে হাইকোর্টের চাপ। এই সাঁড়াশি চাপের মধ্যে দাঁড়িয়েও মোর্চা অনুগামীদের একাংশ কড়া আন্দোলনেরই পক্ষপাতী। তাই আজ সর্বদল বৈঠকে কী সিদ্ধান্ত নেয় মোর্চা নেতৃত্ব, তার ওপরই নির্ভর করবে পাহাড়ের ভবিষ্যত।
First Published: Friday, August 16, 2013, 09:27