Last Updated: February 24, 2014 14:17
কাশীপুরে মানসিক ভারসাম্যহীন মহিলাকে গণধর্ষণের অভিযোগ। চিত্পুর থানা থেকে ঢিল ছোড়া দুরত্বে একটি গুদামের মধ্যে টাটা চারশো সাত গাড়িতে মহিলাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। চিত্পুরের কেসি রোড এলাকায় গঙ্গার ধারে একটি ঝুপড়িতে থাকতেন ওই মানসিক ভারসাম্যহীন মহিলা। ভোররাতে এলাকার তিন চার জন যুবক ওই মহিলাকে ম্যাটাডোরে তুলে ধর্ষণ করে বলে অভিযোগ।
পুলিস সূত্রে খবর, মহিলাকে গণধর্ষণের পর গুদামের সামনে ফুটপাতে পড়ে থাকতে দেখেন সতীশ তিওয়ারি নামে দারোয়ান। চিত্পুর থানায় খবর দেন। পরে পুলিসি গিয়ে ওই মহিলাকে চিকিত্সার জন্য আরজিকর হাসপাতালে নিয়ে যান। রাজেশ যোশি নামে আরও এক যুবক ঘটনার প্রতক্ষ্যদর্শী নামে জানিয়েছে পুলিস। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিস। শঙ্কর রায়, রামমুরদ গুপ্তা নামের দু জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিস।
First Published: Monday, February 24, 2014, 14:19