Last Updated: January 28, 2013 21:04

মহমেডান স্পোর্টিংয়ের কোচের পদ থেকে পদত্যাগ করলেন অলোক মুখার্জি। মরসুমের মাঝপথে কয়েকটি ম্যাচ হারের পরই ক্লাবের এক শীর্ষকর্তা অলোক মুখার্জির পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি তাঁকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিতও দেন। তারপর থেকেই বেশ চাপে ছিলেন মহমেডান কোচ। অবশেষে সোমবারই ক্লাবের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অলোক।
ঘরোয়া লিগের সুপার নাইন ও আইলিগের দ্বিতীয় ডিভিশন শুরুর আগেই কোচ সরে দাঁড়ানোয় বেজায় চাপে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবারই নতুন কোচ বাছাইয়ের জন্য বৈঠকে বসবেন কর্তারা। পরবর্তী কোচ হিসেবে কর্তাদের তালিকায় নাম রয়েছে সুব্রত ভট্টাচার্য,স্যাভিও মেডেইরা,সঞ্জয় সেন ও কার্লটন চ্যাপম্যানের নাম।
First Published: Monday, January 28, 2013, 21:04