Last Updated: November 3, 2011 16:31

গুরুতর শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস)-এ ভর্তি হলেন অমর সিং। গত ৩০ অক্টোবর এইমস থেকে
বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে শারীরিক সমস্যা বাড়ায় তাঁকে ফের এইমস-এ ভর্তি করা হয়।
২০০৮ সালে সংসদে আস্থাভোটে ঘুষকাণ্ডে অভিযুক্ত অমর সিংকে গত ৬ সেপ্টেম্বর গ্রেফতার করে দিল্লি পুলিশ। কিন্তু একদিন তিহার জেলে থাকার পরই স্বাস্থ্যের অবনতির কারণে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি করা হয় তাঁকে। চিকিত্সার প্রয়োজনে গত ১৫ সেপ্টেম্বর সমাজবাদী পার্টির বহিষ্কৃত নেতার অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। এর পর ভগ্ন স্বাস্থ্যের কারণে, এইমস রিপোর্টের উপর ভিত্তি করে ২২ অক্টোবর সমাজবাদী পার্টির এই বহিষ্কৃত রাজ্যসভা সাংসদের জামিন মঞ্জুর করে দিল্লি হাইকোর্ট। কিডনির চিকিত্সার জন্য ৮-৩০ নভেম্বর তাঁকে সিঙ্গাপুর যাওয়ারও অনুমতি দেয় আদালত।
First Published: Thursday, November 3, 2011, 16:58