বাড়ি ফিরলেন অমর সিং, Amar Singh returns home

বাড়ি ফিরলেন অমর সিং

বাড়ি ফিরলেন অমর সিংএইমস থেকে বাড়ি ফিরলেন প্রাক্তন সমাজবাদী পার্টি নেতা অমর সিং।  তবে সমাজবাদী পার্টির পরিচয় যে তিনি আর বহন করতে চান না সেকথা আজ স্পষ্ট করে দিয়েছেন অমর সিং। গত চব্বিশে অক্টোবর দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেয়। ঘুষকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ছয় সেপ্টেম্বর গ্রেফতার হন অমর সিং। কিন্তু কিডনির জটিল অসুখে আক্রান্ত অমর সিংকে কয়েকদিনের মধ্যেই তিহার জেল থেকে সরিয়ে নিয়ে ভর্তি করা হয় এইমসে। আজ হাসপাতাল থেকে ফেরার সময় অমরের সঙ্গে ছিলেন সমাজবাদী পার্টির প্রাক্তন নেত্রী ও সাংসদ জয়াপ্রদা।

First Published: Tuesday, November 1, 2011, 09:48


comments powered by Disqus