জঙ্গি হামলার আশঙ্কা উপেক্ষা করে শুরু হল অমরনাথ যাত্রা

শুরু হল অমরনাথ যাত্রা

শুরু হল অমরনাথ যাত্রাজঙ্গি নাশকতার সম্ভাবনাকে উপেক্ষা করেই আজ থেকে শুরু হল অমরনাথ যাত্রা। এ বছর প্রায় তিন লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভূক্ত করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নাশকতার সম্ভাবনার কথা বললেও, হামলার সম্ভাবনা উড়িয়ে দিয়েছে জম্মু কাশ্মীর সরকার। যদিও নিরাপত্তার কোনও ফাঁক রাখতে রাজি নয় পুলিস। অমরনাথ যাত্রার জন্য অতিরিক্তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরস্বতী-ধাম, বৈষ্ণবী-ধাম, জম্মু হাটে অমরনাথ যাত্রার জন্য স্পট রেজিস্ট্রেশনের কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টারগুলিতেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। গতকালই অমরনাথ যাত্রার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কথা বলেন সেনা অফিসার এবং নিরাপত্তা অফিসারদের সঙ্গে।





First Published: Thursday, June 27, 2013, 17:42


comments powered by Disqus