আবহাওয়া খারাপ, তাই স্থগিত অমরনাথ যাত্রা

আবহাওয়া খারাপ, তাই স্থগিত অমরনাথ যাত্রা

আবহাওয়া খারাপ, তাই স্থগিত অমরনাথ যাত্রাখারাপ আবহাওয়ার কারণে স্থগিত হয়ে গেল আজকের অমরনাথ যাত্রা। গকতালই যাত্রা শুরু হয়েছিল। চন্দনবাড়ি ও বালতাল থেকে অমরনাথ গুহার দিকে যাত্রা শুরু করেছিলেন তীর্থযাত্রীরা। কিন্তু বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে যাত্রীদের ওপরে যেতে দেওয়া হয়নি।

ফলে চন্দনবাড়ি ও বালতালে আটকে পড়েছেন কয়েক হাজার যাত্রী। এবছর প্রায় ছয় লক্ষ তীর্থযাত্রী অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা যাত্রা পথে ত্রিস্তর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

First Published: Saturday, June 29, 2013, 15:19


comments powered by Disqus