Last Updated: April 25, 2013 08:21

মারা গেলেন তৃণমূল সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ভোর রাত ৫টা ৫০ মিনিটে জীবনাবসান হয় হাওড়ার সাংসদের। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। কয়েকদিন আগে সিএমআরআই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অম্বিকা বন্দ্যোপাধ্যায় ১৯৮২,১৯৮৭,১৯৯১,১৯৯৬ ও ২০০১ সালে বিধান সভা নির্বাচনে লড়েন। তিনি ২০০৯ লোকসভা নির্বাচনে হাওড়া কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন। তৃণমূল কংগ্রেসের একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রয়াত এই নেতার।
First Published: Thursday, April 25, 2013, 08:21