নির্দিষ্ট আইন প্রণয়নের উপরে গুরুত্ব আরোপ অম্বিকা সোনির, Ambika Soni demands specific laws

নির্দিষ্ট আইন প্রণয়নের উপরে গুরুত্ব আরোপ অম্বিকা সোনির

নির্দিষ্ট আইন প্রণয়নের উপরে গুরুত্ব আরোপ অম্বিকা সোনিরটেলিভিশন সম্প্রচারের উপরে নিয়ন্ত্রণে এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে ইউপিএ সরকার। কিন্তু বিভিন্ন মহলের চাপে শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। রাজনৈতিক এবং সম্প্রচার জগতের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট মহলের মধ্যে এ নিয়ে ঐকমত্যে না পৌঁছতে পারাটাও একটা বড় কারণ। দিল্লিতে এক আলোচনা সভায় এই কথা মনে করিয়ে দিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি আরো একবার এই ধরনের আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বৃহস্পতিবার দিল্লিতে এক আলোচনা সভায় নির্দিষ্ট আইন প্রণয়নের উপরে গুরুত্ব আরোপ করেন তিনি।

  
 

First Published: Thursday, November 17, 2011, 23:33


comments powered by Disqus