Last Updated: March 19, 2014 22:54

পুলিস যাকে পারছে তাঁকেই ক্রিমিনাল বানিয়ে দিচ্ছে। আমডাঙায় যে সন্ত্রাস চলছে তা নজিরবিহীন। টেঙাটেঙি গ্রাম ঘুরে দেখে, গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আজ এই অভিযোগ করেছেন ব্যারাকপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুভাষিণী আলি।
সন্ত্রস্ত আমডাঙা। বলছেন বাসিন্দারা। পুলিসের দাবি, অভিযান চললেও নিরীহ গ্রামবাসীদের ওপর অত্যাচার হচ্ছে না। পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার টেঙাটেঙি গ্রাম ঘুরে দেখলেন ব্যারাকপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুভাষিণী আলি। কথা বললেন গ্রামবাসীদের সঙ্গে। শুনলেন তাঁদের অভিযোগ।
প্রার্থীকে কাছে পেয়ে কিছুটা হলেও ভয় কাটিয়ে এগিয়ে এলেন অনেকেই। এতকিছুর পরও কেন নীরব রাজ্য প্রশাসন? প্রশ্ন সিপিআইএম প্রার্থীর। তাঁর মন্তব্য, ভোট দখলের লক্ষ্যে পুলিসকে কাজে লাগিয়ে চলছে সন্ত্রাস। তবে তাঁর আশা, ভোটের বাক্সেই এর জবাব দেবেন ভোটদাতারা।
First Published: Wednesday, March 19, 2014, 22:54