আমির-বিল সাক্ষাত

আমির-বিল সাক্ষাত

আমির-বিল সাক্ষাত বিল গেটসের সঙ্গে দেখা করলেন আমির খান। গত বুধবারই ভারত সফরে এসে নিজের ব্লগে বিল গেটস লিখেছিলেন আমির খানের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। কতার পরদিনই দেখা হল দুজনের। ভারতে স্বাস্থ্যকর শৌচালয় তৈরির পরিকল্পনা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা হয় তাঁদের।

সফরের প্রথম দিনেই আমিরের সঙ্গে দেখা করে উল্লসিত বিল। ব্লগে লিখলেন, "একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে আমরা একটা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলাম। প্রণয় আমাদের স্বাস্থ্য ও ভারতের উন্নয়ন নিয়ে প্রশ্ন করেছেন।"

আমিরের সঙ্গে দেখা করার আগে ব্লগে বিল গেটস লিখেছিলেন, "আমি আমির খানের সঙ্গে দেখা করতে সত্যিই আগ্রহী। একজন বলিউড তারকা ও অ্যাক্টিভিস্ট। ইউনিসেফের অ্যাম্বাসাডর হিসেবে শিশুদের পুষ্টির ওপর ওর কাজের ব্যাপারে শুনতে আমি উত্সাহী। তাছাড়াও ওর টেলিভিশন অনুষ্ঠান সত্যমেব জয়তের ব্যাপারেও শুনতে চাই। আর কপালে থাকলে, ওর নাচও একটু দেখতে পাবো।"

First Published: Sunday, June 2, 2013, 17:02


comments powered by Disqus