বিক্ষোভের মুখে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত, American diplomat faces angst at Syria

বিক্ষোভের মুখে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত

বিক্ষোভের মুখে সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূতপ্রেসিডেন্ট বাশার অল আসাদের সমর্থদের ক্ষোভের আঁচ টের পেলেন সিরিয়ায় নিযুক্ত মার্কিন
রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড । এক বিরোধী নেতার সঙ্গে দেখা করতে গিয়ে তাঁর দিকে ধেয়ে এল ডিম
এবং টমেটো । প্রেসিডেন্টের অপসারণের দাবিতে বেশ কিছুদিন ধরে আন্দোলন চলছে সিরিয়ায় ।
কড়া হাতে ওই গণ-বিক্ষোভ দমন করার চেষ্টা করছে সিরিয়ার সেনাবাহিনী । আন্দোলনকারীদের দাবি,
সরকারি দমন,নিপীড়নে ২,৭০ ০ - রও বেশি বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে । মার্কিন যুক্তরাষ্ট্র,প্রেসিডেন্ট
বাশার অল আসাদের কড়া সমালোচক । তারই খেসারত দিতে হল রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডকে ।

সিরিয়ার বিরোধী নেতা হাসান আব্দুল আজিমের সঙ্গে দেখা করতে তাঁর দফতরে গিয়েছিলেন রবার্ট ফোর্ড । প্রেসিডেন্ট বাশার অল আসাদের শতাধিক সমর্থক সেসময় ওই বাড়ি ঘিরে ফেলে । প্রায় দু ঘন্টা অবরুদ্ধ
থাকতে হয় মার্কিন রাষ্ট্রদূত । প্রেসিডেন্টের সমর্থদের দাবি,সিরিয়ায় অশান্তি ছড়াতে চাইছে মার্কিন
যুক্তরাষ্ট্র । সেজন্যই মার্কিন রাষ্ট্রদূত বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন । হাসান আজিম জানিয়েছেন,
প্রেসিডেন্টের সমর্থকেরা রবার্ট ফোর্ডকে লক্ষ করে ডিম এবং টমেটো ছুঁড়েছে । তবে তাঁর কোনও শারীরিক
ক্ষতি হয়নি । নিরাপদেই মার্কিন দূতাবাসে ফিরতে পেরেছেন রবার্ট ফোর্ড ।

First Published: Thursday, September 29, 2011, 21:47


comments powered by Disqus