যৌথ মহড়ার অংশ নিয়ে প্রথমবার ভারতে আসছে মার্কিন ট্যাঙ্ক

যৌথ মহড়ার অংশ নিয়ে প্রথমবার ভারতে আসছে মার্কিন ট্যাঙ্ক

যৌথ মহড়ার অংশ নিয়ে প্রথমবার ভারতে আসছে মার্কিন ট্যাঙ্করাজনৈতিক বিতর্ক পাশে সরিয়ে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও নিবিড় করার পথে এগোল মনমোহন সিং সরকার। এই প্রথম ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে যৌথ সাঁজোয়া রণকৌশল অনুশীলন। চলতি বছরের মার্চ মাসে রাজস্থানের মরুভূমিতে হবে `এক্সারসাইজ যুদ্ধ অভ্যাস` শীর্ষক এই `ট্যাঙ্ক ব্যাটল ড্রিল`। `যুদ্ধ অভ্যাস`-এ যোগ দিতে এই প্রথম ভারতে আসবে মার্কিন ট্যাঙ্ক এবং আফগান যুদ্ধে ব্যবহৃত অত্যাধুনিক `স্ট্রেকার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকল্`। সঙ্গে আসবেন প্রায় ২০০ জন মার্কন ফৌজি। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর তরফে এই সমর অনুশীলনে ব্যবহৃত হবে রাশিয়ার তৈরি `টি` সিরিজের ট্যাঙ্ক ও `বিএমপি` সিরিজের `আর্মড পার্সোন্যাল কেরিয়ার`।

থর মরুভূমিতে এই সাঁজোয়া মহড়ার পর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় একটি যুদ্ধ অনুশীলনে যোগ দেবে দু`দেশের পদাতিক সেনারা। ভারতীয় ফৌজের তরফে `অপারেশন শত্রুজিত্‍` নামাঙ্কিত এই `ইনফ্যান্ট্রি কমব্যাট ড্রিল`-এ অংশ নেবে ১৯ নম্বর `জম্মু অ্যান্ড কাশ্মীর রাইফেল্‍স` ব্যাটালিয়নের ১৩০ জন সেনা। পরবর্তী কালে পার্বত্য অঞ্চলের রণকৌশলের ঝালিয়ে নেওয়ার জন্য ভারতীয় সেনার সঙ্গে `বিজয় প্রহার` নামে একটি মহড়ারও পরিকল্পনা করেছে পেন্টাগন। অগাস্ট মাসে উত্তরাখণ্ডের চাউবাটিয়ায় অনুষ্ঠিতব্য এই `মাউন্টেন ওয়াফেরার এক্সারসাইজ`-এর পরিকল্পনা করার জন্য ইতিমধ্যেই সিয়াটেলে মার্কিন ৩ নম্বর প্যারা (স্পেশাল ফোর্সেস)-এর সদর দফতর ঘুরে এসেছেন ভারতীয় সেনার এলিট ১ নম্বর প্যারাকম্যান্ডো ইউনিটের অফিসাররা।

প্রসঙ্গত, গত বছর আন্দামানে ভারত-মার্কিন যৌথ নৌ-মহড়া ঘিরে প্রবল রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল। বামেদের তরফে সে সময় আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ইউপিএ সরকারের উদ্যোগের প্রবল সমালোচনা করা হয়।

First Published: Monday, January 23, 2012, 12:33


comments powered by Disqus